Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

১। অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ
২। গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ
৩। ড্রাইভিং ট্রেনিং
বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।
 যেমন ১। ইলেকট্রিশিয়ান, ২। কম্পিউটার, ৩। অটোমেকানিক্স, ৪। রেফ্রিজারেটর এ্যান্ড এয়ার কন্ডিশন, ৫। মোবাইল ফোন সার্ভিসিং, ৬। প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, ৭। ওয়েল্ডিং, ৮। ম্যাশনারি অ্যান্ড রড বাইন্ডিং ৯। টাইল্স সেটিং, ১০। কনস্ট্রাকশন ট্রেইন্টিং প্রশিক্ষণ- ভিডিপি, ১১। সেইল ও ফ্যাশন ডিজাইন, ১২। সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণ ভিডিপি পুরুষ ও মহিলা। ১৩। সতেজকরণ প্রশিক্ষণ, ১৪। রেফ্রিজারেটর এ্যান্ড এয়ার কন্ডিশনিং  প্রশিক্ষণ, ১৫। ওয়েল্ডিং ৪জি প্রশিক্ষণ,১৬। আভি কারুপণ্য প্রশিক্ষণ, ইত্যাদি।

নিকটবর্তী উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করুণ।